পরিসেবার শর্তাবলী

পরিসেবার শর্তাবলী, বিধিবিধান ও নিয়মনীতিকে নির্দেশ করে।

দ্যা-ইউ- একাডেমিতে আপনাকে স্বাগতম

প্রদত্ত সেবাপ্রাপ্তির শর্তসমূহ মূলত দ্যা ইউ একাডেমির ওয়েবসাইট ব্যবহারে অবশ্য পালনীয় নিয়মনীতি।

দ্যা ইউ একাডেমির অবস্থান:

কুড়িল, প্রগতি শরণী, ঢাকা

 


এই ওয়েবসাইটে আপনার প্রবেশের দ্বারা আমরা ধরে নিই যে আপনি আমাদের বিধিবিধান ও নিয়মনীতিসমূহ পালনে পুরোপুরিভাবে সম্মত হয়েছেন।আপনি যদি এই ওয়েবসাইটে উল্লেখিত কোন শর্ত পুরোপুরিভাবে মেনে নিতে অসম্মতি জ্ঞাপন করেন তাহলে আপনাকে বিনীতভাবে দ্যা ইউ একাডেমির এই ওয়েবসাইটি ব্যবহার করা হতে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।

এই সেবাপ্রাপ্তির শর্তসমূহ,গোপনীয়তার বিধান, দাবি-পরিত্যাগী ঘোষণা এবং অন্য যে কোন চুক্তিতে ব্যবহৃত পরিভাষায় "সেবাগ্রহীতা", "আপনি", "আপনার" বলতে আপনাকে ; অর্থাৎ সেই ব্যক্তি; যিনি সমস্ত শর্তের প্রতি অনুগত থেকে এই ওয়েবসাইটি ব্যবহার করছেন, তাকে নির্দেশ করবে।
"প্রতিষ্ঠান", "আমরা","আমরা নিজেরা", "আমাদের", বলতে আমাদের প্রতিষ্ঠানকে
"পক্ষ" "পক্ষসমূহ" এবং "আমাদের" বলতে প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতা উভকেই বোঝাবে বা প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতা দুইজনের যেকোন একজনকে বোঝাবে।

ওয়েব-কুকি সংক্রান্ত

আমরা ওয়েব-কুকির ব্যবহার করে থাকি।দ্যা ইউ একাডেমির ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি প্রতিষ্ঠানটির গোপনীয়তায় বিধিবিধান পালনপূর্বক ওয়েব-কুকি ব্যবহারে সম্মতি প্রদান করে থাকেন। ইদানিং অনেক কার্যকরী ওয়েবসাইট'ই আমাদেরকে ব্যবহারকারীর তথ্য সহজেই পুনরুদ্ধার করার সুযোগ প্রদানের জন্য ওয়েব- কুকির ব্যবহার করে থাকে।আমাদের ওয়েবসাইটের কিছু ক্ষেত্রে সেই নিদির্ষ্ট ক্ষেত্রটির কার্যক্রমের ক্রিয়াশীলতা বাড়াতে  এবং ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখে ওয়েব-কুকির ব্যবহার করা হয়।আমাদের সাথে অধিভুক্ত কেউ অথবা বিজ্ঞাপন সহযোগীরাও ওয়েব-কুকি ব্যবহার করে থাকতে পারে।

মালিকানা-স্বত্ব
অন্যকোন নতুন বিধান কার্যকর না করা পর্যন্ত দ্যা ইউ একাডেমি বা এই প্রতিষ্ঠানের অনুমোদিত ব্যক্তিরাই দ্য ইউ একাডেমির সামগ্রিক মালিকানা-স্বত্ব বা মেধাস্বত্বের অধিকারী হবেন। সকল বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার দ্যা ইউ একাডেমি কর্তৃক সংরক্ষিত।প্রদত্ত নিয়মনীতি ও  বিধিবিধানসমূহ পালনপূর্বক আপনি দ্যা ইউ একাডেমির পেইজ সমূহ  নিজস্ব প্রয়োজনে দেখতে ও প্রিন্ট-আউট করতে পারবেন।

যা আপনার করা অনুচিত :
১)theuacademy.com হতে কোনকিছু পুনঃপ্রকাশকরণ।
২)theuacademy.com হতে কোনকিছু বিক্রয়,ভাড়াপ্রদান অথবা আংশিক অনুমোদনকরণ।
৩)theuacademy.com হতে কোনকিছু পুনরোত্তলন, নকল কিংবা প্রতিলিপিকরণ


দ্যা ইউ একাডেমির উপকরণ সমূহের যেকোন কিছুর বিতরণকরণ করা যাবে না। (যদিনা সেই উপকরণটি নির্দিষ্টভাবে বিতরণের অনুমতি প্রদান করা হয়)

ব্যবহারকারীগণের মন্তব্য
১. এই চুক্তিটি উল্লেখিত তারিখ হতে কার্যকর হবে।

২.এই ওয়েবসাইটের কিছু নিদির্ষ্ট  অংশ ব্যবহারকারীদের তথ্য, মতামত ও উপকরণ এবং প্রয়োজনীয় ডাটা ("মন্তব্যসমূহ") বিনিময়ের ও পোস্ট করার সুযোগ প্রদান করে। দ্যা ইউ একাডেমি ওয়েবসাইটে প্রকাশের পূর্বে কোন মন্তব্যের পরিমার্জন,সংশোধন বা মূল্যায়ন করেনা এবং মন্তব্যসমূহ কোনভাবেই দ্যা ইউ একাডেমির বা প্রতিষ্ঠানটি সাথে সংশিষ্ট কারো ভাবনা বা মতামতকে তুলে ধরেনা।মন্তব্যসমূহ কেবল সেই ব্যক্তির চিন্তাভাবনা বা মতামতকে তুলে ধরে যিনি স্বয়ং তা প্রকাশ করেন। প্রচলিত আইনের সীমা অনুযায়ী এসকল মন্তব্যের কারণে বা এসকল মন্তব্যের কারণে সংঘটিত, যেকোন ঘটনার জন্য প্রদেয় কোনধরণের ক্ষতিপূরণ প্রদান বা আর্থিক ব্যয় নির্বাহের জন্য দ্য ইউ একাডেমি কোনভাবেই দায়ী থাকবেনা।

৩.দ্যা ইউ একাডেমি কোন মন্তব্য  অনুপযুক্ত, ক্ষতিসাধক বা কোনভাবে সেবাপ্রাপ্তির শর্তের লঙ্ঘনের দ্বারা দোষী হিসেবে চিহ্নিত করলে মন্তব্যটি তারা পর্যবেক্ষণ কিংবা বাতিলকরণের পরিপূর্ণ ক্ষমতা বহন করে।

আপনাকে এই মর্মে বিশেষভাবে নিশ্চয়তা প্রদান ও অবগত করা যাচ্ছে যে:
১.আমাদের ওয়েবসাইটে আপনার মন্তব্য প্রদানের পূর্ণ অধিকার রয়েছে, এ সংক্রান্ত অনুমতি আমরা আপনাকে প্রদান করছি।
২.আপনার প্রদানকৃত মন্তব্যসমূহ কোন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন লঙ্ঘিত নয়, কোনরূপ সংরক্ষিত মেধা-স্বত্বাধিকারী নয় এবং অন্যকোন তৃতীয় পক্ষের সম্পত্তির অধিকারীও নয়।
৩.আপনার প্রদানকৃত মন্তব্যসমূহ কোনরূপ মানহানিকর, নিন্দাজনক,অপরাধমূলক বা অশালীনতাপূর্ণ নয় এবং অন্যকোন তৃতীয় পক্ষের কোনরূপ গোপনীয়তা ভঙ্গ করেনা।

৪.মন্তব্যসমূহ কোন পরিস্থিতিতেই কোন ব্যবসায়িক প্রচারের উদ্দেশ্যে বা এসংক্রান্ত উন্নতিকরণের জন্য কিংবা অন্য কোনপ্রকার বেআইনী কাজে ব্যবহার করা যাবেনা।

৫.আপনি এই মর্মে দ্যা ইউ একাডেমিকে অনুমোদন দিচ্ছেন যে,  আমরা যে কোন আকারে-আঙ্গিকে,গঠনে-গড়নে আপনার মন্তব্যসমূহ বিনামূল্যে ব্যবহারের অধিকারী হব ও অন্যরাও একইভাবে এগুলোর বাঁধাহীন ব্যবহার,পুনরুৎপাদন ও পরিমার্জনের অধিকারী হবেন।

আমাদের উপকরণসমূহের হারপারলিংক সংক্রান্ত বিধিবিধান
১.নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহ  আমাদের কোনপ্রকার লিখিত অনুমতি ছাড়াই আমাদের ওয়েবসাইটটি লিংক করতে পারেন

১.সরকারি প্রতিষ্ঠান
২.সার্চ ইঞ্জিন
৩.সংবাদ-মাধ্যমসমূহ
৪.অনলাইন ডিরেক্টরী ডিস্ট্রিবিউটরগণ যেভাবে অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহকে যুক্ত করেন, তাদের ডিরেক্টরী প্রস্তুতকরণের সময় তারা চাইলে আমাদেরও সেভাবে লিংক করে যুক্ত করতে পারেন।
৫.অলাভজনক প্রতিষ্ঠান, অনুদানকারী বিপণীকেন্দ্র, অনুদান সংগ্রাহক গোষ্ঠীসমূহ ব্যতিত নিয়মতান্ত্রিকভাবে স্বীকৃত ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ আমাদের ওয়েবসাইটি হাইপারলিংক করতে পারবেনা।

২.কিছু প্রতিষ্ঠান চাইলে আমাদের হোমপেইজটি তাদের প্রকাশনায় কিংবা অন্য ওয়েবসাইটের তথ্যে লিংক করতে পারেন যদি:

ক.তা কাউকে ভুলপথে পরিচালিত না করে।
খ.লিংককারী পক্ষ তাদের পণ্য বা  সেবার কোনরূপ  পৃষ্ঠপোষকতার মিথ্যা আশ্বাস ,সাক্ষ্য কিংবা অনুমোদন প্রদান না করে।
গ.লিংককারী পক্ষের নিদির্ষ্ট প্রেক্ষাপটের সাথে যুতসই হয়।  


৩.বিশেষকিছু শর্তসাপেক্ষে আমরা নিম্নোক্ত প্রতিষ্ঠানের লিংক রিকোয়েস্ট অনুমোদন দিয়ে থাকতে পারি
১.সাধারণভাবে যারা ভোক্তা এবং/অথবা ব্যবসায়িক তথ্যের উৎস যেমন: চেম্বার অব কমার্স, আমেরিকান অটোমোবাইল এসোসিয়েশন, এএআরপি এবং ভোক্তাদের সংঘ
২. ডট.কম কমিউনিটি সাইটসমূহ
৩.অনুদানপ্রদানকারী সাইটসমূহসহ এবং অনুদানের প্রতিনিধিত্ব করে এমন সভা/সমিতি বা অন্যকোন দল
৪.অনলাইন ডিরেক্টরী ডিস্ট্রিবিউটরগণ
৫.ইন্টারনেট পোর্টালসমূহ
৬.হিসাবরক্ষণ, আইন এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান ; মূলত ব্যবসায়ীগণ যাদের সেবাগ্রহীতা
৭.শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ এবং বাণিজ্যিক-সমিতিসমূহ

আমরা এসকল প্রতিষ্ঠানের লিংক রিকোয়েস্ট তখনই অনুমোদন করব যদি আমরা এই মর্মে নিশ্চিত হতে পারি যে:
(ক) সেই লিংকটি আমাদের বা আমাদের স্বীকৃত ব্যবসার জন্য কোনভাবে বিরূপ  প্রতীয়মান না হয় (উদাহরণস্বরূপ : কিছু বাণিজ্যিক সমিতি বা অন্যকিছু প্রতিষ্ঠান যারা সন্দেহজনক ব্যবসার প্রতিনিধিত্বকারী যেমন:ঘরে বসে অনলাইনে কাজের সুযোগ ;
এদের লিংক রিকোয়েস্ট অনুমোদন করা হবেনা)
(খ) আমাদের কাছে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কিত কোন অসন্তোষজনক তথ্য নেই
(গ)এই হাইপারলিংকের দৃশ্যমান উপস্থিতি দ্যা ইউ একাডেমির অনুপস্থিতির চেয়ে আরও অধিক ভালো হবে
(ঘ)লিংকটি কোন সাধারণ তথ্যের উৎসে অথবা কোন তথ্যভিত্তিক প্রচার মাধ্যমে বা এ ধরণের মাধ্যমে তাদের উদ্দেশ্যকে উপজীব্য করে তুলে ধরতে ব্যবহৃত হয়।

নিম্নের প্রতিষ্ঠানসমূহ তাদের প্রচারণার সুবিধার্থে বা অন্যকোন সাইটে ব্যবহারের জন্য আমাদের হোমপেইজকে লিংক করতে পারে এই শর্তে যে:
১.এটি কাউকে ভুলপথে পরিচালিত করার উদ্দেশ্যে করা হবেনা।
২.এটি লিংকিং পার্টির সেই সাইটের নিদির্ষ্ট লক্ষ্যপূরণের উদ্দেশ্যের ভিতর সীমাবদ্ধ থাকে।

আপনি যদি অনুচ্ছেদ-২ এ বর্ণিত প্রতিষ্ঠানসমূহের একটি হয়ে থাকেন এবং আমাদের ওয়েবসাইটটি লিংক করতে আগ্রহী হন,তাহলে আপনি আমাদের উল্লেখিত ই-মেইল [email protected]
আইডিতে ই-মেইলের মাধ্যমে জানান।
দয়া করে আপনার নাম, যোগাযোগের ঠিকানা (ফোন নম্বর এবং/অথবা ই-মেইলের ঠিকানা), পাশাপাশি আপনার ওয়েবসাইটের ইউআরএল, আমাদের ওয়েবসাইটটি আপনি যে ওয়েবসাইটসমূহে লিংক করতে আগ্রহী সেসমস্ত ওয়েবসাইটসমূহের তালিকা এবং আমাদের ওয়েবসাইটের যেসকল ইউআরএল আপনি লিংক করতে আগ্রহী সেগুলোর একটি তালিকাও আমাদের পাঠিয়ে দেবেন।আমাদের প্রত্যুত্তরের জন্য ২-৩ সপ্তাহ সময় প্রদান করবেন।

অনুমোদিত প্রতিষ্ঠানসমূহ যেভাবে আমাদের ওয়েবসাইটটি হাইপারলিংক করবেন
১.আমাদের কর্পোরেট নাম ব্যবহারের মাধ্যমে
২.ইউনিফর্ম রিসোর্স লোকেটর (ওয়েব এড্রেস)
লিংক করার মাধ্যমে
অথবা
৩.আমাদের ওয়েবসাইটের অন্যকোন বর্ণনা অথবা উপকরণ লিংক করার মাধ্যমে, যা দ্বারা লিংক করতে আগ্রহী পক্ষ তাদের নিদির্ষ্ট বিষয়কে উপস্থাপন করতে/তুলে ধরতে সক্ষম হবেন বলে মনে করেন।

ইনফ্রেম এর বিধান

আপনি আমাদের ওয়েবসাইটের ওয়েবপেইজগুলোয় কোন আগাম অনুমতি বা লিখিত অনুমোদন ব্যতীত  আমাদের ওয়েবসাইটের উপকরণ বা তথ্য প্রচারে বিঘ্ন সৃষ্টিকারী কোন ফ্রেম তৈরী করতে বা অন্যকোন কৌশল অবলম্বন করতে পারবেন না

উপকরণের দায়বদ্ধতা

আমরা আপনার ওয়েবসাইটে প্রদর্শিত কোন উপকরণ প্রচারের জন্য কোনভাবেই দায়ী থাকব না।আপনি আপনার ওয়েবসাইট হতে সৃষ্ট সম্ভাব্য সকল দাবি/অভিযোগ হতে আমাদের নিরাপদ ও রক্ষা করতে সম্মত।আপনার ওয়েবসাইটের উপকরণ ধারণকারী ওয়েবপেইজে কোন অবস্থাতেই মানহানিকর, অশ্লীল বা অপরাধমূলক, সন্ত্রাসমূলক কর্মকান্ডে প্রেরণায়াদায়ী বা অন্য কোন অপরাধে প্ররোচক কিংবা অন্যকোন ৩য় পক্ষের সাথে সংঘাতের প্রেরণাদায়ী কিছু ধারণ করা যাবে না।

অধিকার সংরক্ষণ

আমরা সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তের উপর ভিত্তি করে আপনাকে যেকোন সময় আমাদের ওয়েব সাইটের যেকোন লিংক হতে মুছে ফেলার অধিকার রাখি।এমন অনুরোধের প্রেক্ষিতে আপনি কোনরূপ দ্বিমতপোষণ করা ছাড়াই আমাদের ওয়েবসাইটের সমস্ত লিংক মুছে ফেলতে সম্মত হবেন।একইসাথে আমরা যেকোন সময় আমদের এই পরিষেবার শর্তসমূহ এবং আমাদের ওয়েবসাইট লিংক করার নীতিসমূহ সংশোধন ও পরিমার্জনের অধিকার সংরক্ষণ করি।আপনি আমাদের ওয়েবসাইটটি লিংক করার মাধ্যমে আমাদের লিংক সম্পর্কিত পরিষেবার সকল শর্তসমূহ ও বিধিবিধানের প্রতি  আনুগত্য প্রকাশ করেন ও এগুলো মেনে চলতে শতভাগ সম্মতি প্রকাশ করেন।

আমাদের ওয়েবসাইট হতে লিংক অপসারণ

আপনি যদি আমাদের ওয়েবসাইটের কোন লিংকে বা আমাদের লিংকযুক্ত কোন ওয়েবসাইটে আপত্তিকর কিছু খুঁজে পান, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।আমরা সেখান থেকে লিংকসমূহ সরানোর অনুরোধটি বিবেচনা করব।তবে তা সরাতে বা আপনাকে  তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আমরা বাধ্য নই।যদিও আমরা এই ওয়েবসাইটে সঠিক তথ্য প্রদান করার যথাসাধ্য চেষ্টা করি তবুও আমরা তথ্যগুলোর শতভাগ নির্ভুল হওয়ার নিশ্চয়তা দিইনা।আমরা এমন কোনও প্রতিশ্রুতিও প্রদান করিনা যে আমাদের ওয়েবসাইটি সার্বক্ষণিক সহজলভ্য হবে কিংবা এর তথ্যসমূহ নিয়মিত হালনাগাত করা হয়ে থাকে।

দাবি পরিত্যাগী কিছু বিশেষ বিধান

প্রচলিত আইনের দ্বারা যদ্দূর সম্ভব আমরা আমাদের ওয়েবসাইটটির এবং ওয়েবসাইটটিতে ব্যবহৃত বা উপস্থাপিত উপকরণের উপর আরোপিত  শর্তসমূহ ও ওয়ারেন্টি উপেক্ষা করি (সীমানার বাইরের, সন্তোষজনকমান ও কাজের দক্ষতা প্রাপ্তির জন্য অথবা যৌক্তিক দেখভাল বা দক্ষতার সাথে ব্যবহারের জন্য কিংবা আইনের দ্বারা অপ্রকাশিত যেকোন ওয়ারেন্টি সহ)
এই দাবী পরিত্যাগী বিশেষ বিধানের কোনকিছুই
১.অবহেলাজনিত কারণে ঘটা মৃত্যু বা কোন ব্যক্তিগত ক্ষতির কারণে  আপনার বা আমাদের দায়বদ্ধতাকে সীমাবদ্ধ করবেনা বা পরিপূর্ণ দায়মুক্তি ঘটাবে না।

২.ছলছাতুরী বা জালিয়াতির কারণে ও অন্যকোন প্রতারণামূলক অপকর্মের কারণে আপনার বা আমাদের দায়বদ্ধতাকে সীমাবদ্ধ করবেনা বা পরিপূর্ণ দায়মুক্তি ঘটাবে না।

৩. যা প্রচলিত আইনের দ্বারা বৈধ নয় এমন কর্মের জন্য আপনার বা আমাদের দায়বদ্ধতাকে সীমাবদ্ধ করবেনা বা পরিপূর্ণ দায়মুক্তি ঘটাবে না।

৪.প্রচলিত আইনের অধীনে বাদ দেওয়া যাবে না এমন কোন কর্ম আপনার বা আমাদের দায়বদ্ধতাকে সীমাবদ্ধ করবে না বা পরিপূর্ণ দায়মুক্তি ঘটাবে না।

এই অনুচ্ছেদে এবং এই দাবিপরিত্যাগী বিশেষ বিধানসমূহে দায়বদ্ধতা সীমাবদ্ধকরণ বা পরিপূর্ণ দায়মুক্তি সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে তার সমস্তই:

ক)পূর্ববর্তী অনুচ্ছেদ সাপেক্ষে খ)দাবি পরিত্যাগের অধীনে বা এই দাবিত্যাগের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সমস্ত দায়সহ, দণ্ডনীয় অপরাধ সংঘটন (অবহেলাজনিত কারণসমূহও অন্তর্ভুক্ত) এবং বিধিবদ্ধ দায়িত্ব লঙ্ঘনের জন্য।

যেহেতু একটি নিদির্ষ্ট  সীমায় ওয়েবসাইট এবং ওয়েবসাইটির তথ্য এবং পরিষেবাগুলি বিনামূল্যে সরবরাহ করা হয়, তাই আমরা কোনও প্রকৃতির লোকসান বা ক্ষয়ক্ষতির জন্য দায়ী থাকব না।